ওয়েব ডেস্ক: ছেলে হোক বা মেয়ে নিজেকে সুন্দর দেখাতে সবাই চায়। আর এই সুন্দর দেখানোর একটা 'কি পয়েন্ট' হল স্লিম অ্যান্ড ট্রিম চেহারা। কিন্তু যখনই এই সুন্দর চেহারায় লাগতে থাকে চর্বি আর বাড়তে থাকে ওজন, তখনই শুরু হয় চিন্তা। সারাদিন মাথায় একটা প্রশ্ন, কী করলে সহজে রোগা হওয়া যাবে। এসে গেছে সমাধান। কোনও কসরত নয়, কোনও ডায়েট চার্ট নয়, শুধু প্রেম দিয়েই আপনি আবার ফিরে আপনার আগের চেহারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুনে অবাক হলেন তো? প্রেম মানে তো মনের একটা অনুভূতি। তা দিয়ে কি করে মোটা মানুষ রোগা হয়ে যাবেন! এমন আবাক করা কথাই বলছে এক নতুন গবেষণা। তবে এই প্রেম কোন অনুভূতি নয়, হরমোন। 'লাভ হরমোন' হল শরীরের সেই হরমোন যা প্রেমের অনুভূতির উদ্রেগ করে। গবেষণা বলছে এই 'লাভ হরমোন' যদি স্প্রের আকারে ব্যবহার করা হয়, তবে এই হরমোন নাকে গেলে কমে যায় ক্ষিদে। মানুষ নিজের খাওয়ার ইচ্ছের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। অতিরিক্ত না খেলে স্বাভাবিকভাবেই ওজনে নিয়ন্ত্রণ রাখা সম্ভব।


এই পরীক্ষা আপাতত শুধু পুরুষদের ওপরই করা হয়েছে। এবং তা যথেষ্ট সফল। এখনও পর্যন্ত এই হরমোন ব্যবহারের কোনও সাইড এফেক্ট পাওয়া যায়নি।