চটজলদি বাড়িতেই বানিয়ে নিন পনির পোলাও, জেনে নিন সহজ উপায়
তাছাড়া অফিস বাড়ির দৌড়া-দৌড়িতে রান্নাও করতে হয় চটজলদি কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হয় স্বাদের দিকটিও। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি ও সুস্বাদে ভরপুর পনির পোলাও। দেখে নিন পনির পোলাও রান্নার সহজ রেসিপি...
নিজেস্ব প্রতিবেদন: ছুটির দিনগুলোতে চিকেন, মটন নিয়ে মেতে থাকলেও, সপ্তাহের অন্য দিনগুলোতে একটু হালকা খাবারই মন চায়। আর তাছাড়া অফিস বাড়ির দৌড়া-দৌড়িতে রান্নাও করতে হয় চটজলদি কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হয় স্বাদের দিকটিও। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি ও সুস্বাদে ভরপুর পনির পোলাও। দেখে নিন পনির পোলাও রান্নার সহজ রেসিপি...
পনির পোলাও বানাতে লাগে:
বাসমতী চালের ভাত ২ কাপ, পনির ১০০ গ্রাম (টুকরো, হালকা ভাজা), কাজু-কিসমিস-আমন্ড-আখরোট পরিমাণ মতো, গোটা গরমমশলা ১ টেবিল চামচ, নুন-চিনি স্বাদমতো, দুধে ভেজানো জাফরান ২ টেবিল চামচ, ঘি ৩-৪ টেবিল চামচ, বেরেস্তা (ভাজা পেঁয়াজ) ১ টেবিল চামচ।
আরও পড়ুন: চিকেন নয়, রবিবারের সন্ধে বেলায় জমিয়ে খান মুচমুচে ঢাকাই পমফ্রেট ফ্রাই!
পনির পোলাও বানানোর পদ্ধতি:
১) ভাত করার সময় জলে গোটা গরমমশলা ও অল্প ড্রাইফ্রুটস দিন।
২) ভাত একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিন।
৩) তারপর কড়াইতে ঘি দিন। তাতে বাকি ড্রাইফ্রুটস হালকা করে ভেজে নিন।
৪) এরপর তাতে ভাত দিয়ে দিন। ভাতে একে একে পনির, জাফরান ভেজানো দুধ, বেরেস্তা, নুন-চিনি দিয়ে সামান্য নেড়ে ঢেকে রাখুন।
তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। টিফিনেও নিয়ে যেতে পারেন এই পনির পোলাও।