সারাদিন যতই ডায়েটের বেড়াজালে বন্দি থাকুন না কেন, সন্ধে হলেই কিন্তু ভাজাভুজির দিকে মন টানে। আর এগ কিংবা চিকেন রোল আর কত খাবেন! যাঁরা একটু স্বাস্থ্য সচেতন তাঁরা অবশ্য বাড়িতে তৈরি খাবারই পছন্দ করেন। তাই তাঁদের স্বাদ বদলের জন্য রইল শ্রিম্প রোল। বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন শ্রিম্প রোল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রিম্প রোল বানাতে লাগে:


চিংড়ি ( মাঝারি সাইজের) ৬টা, আদা-রসুন বাটা ১ চা-চামচ,লেবুর রস ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১  চা-চামচ,ময়দা ২০০ গ্রাম,ডিম ১টা,সাদা তেল ১ কাপ,নুন স্বাদমতো।


শ্রিম্প রোল বানানোর পদ্ধতি:


১) একটি পাত্রে ময়দা,ডিম, তেল ও নুন একসঙ্গে ফেটিয়ে নিন।


২) আর একটি পাত্রে চিংড়িগুলোকে লেবুর রস,আদা-রসুন বাটা,চিলি ফ্লেক্স ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। ৩০মিনিটের মতো।


৩) মাখা ময়দা রোলের মতো করে বেলে নিন।


৪) তাতে চিংড়ির পুর ভরে দিন। এমন ভাবে ভরবেন যাতে চিংড়ির লেজগুলো বাইরের দিকে থাকে।


৫) এবার ডুবো তেলে ভেজে নিন চিংড়ির রোল।


৬) সোনালি রং ধরলে তুলে নিন।


এরপর সন্ধের জলখাবারে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা শ্রিম্প রোল।