নিজস্ব প্রতিবেদন: ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি! প্রেম নিবেদন থেকে অন্তিম শ্রদ্ধা জানানো —সবতেই প্রয়োজন হয় ফুলের। যে কোনও অনুষ্ঠান সাজিয়ে, সুরভিত করে তুলতে ফুলের জুড়ি মেলা ভার! জানেন বিশ্বের সবচেয়ে দামি ফুলের নাম কি? জুলিয়েট রোজ। এটি এক ধরনের গোলাপ। আকারে বেশ বড় আর ছড়ানো। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ। জুলিয়েট রোজ-এর একটির দাম প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১০৭ কোটি টাকা)। ভাবা যায়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: নামেই ‘চাইনিজ’! এই ৫ খাবার শুধু ভারতেই পাওয়া যায়!


তবে বিশ্বের সবচেয়ে দামি ফুল জুলিয়েট রোজ হলেও ভারত আর শ্রীলঙ্কায় এমন একটি ফুল পাওয়া যায়, যেটির মূল্য নির্ধারণ সম্ভব নয়। এক কথায় দুষ্প্রাপ্য! নাম এপিফিলাম অক্সিপেটালাম। এটি একটি পার্বত্য ক্যাকটাস জাতীয় ফুল। ভারতীয়দের কাছে এই এপিফিলাম অক্সিপেটালাম অবশ্য পরিচিত ‘ব্রহ্মকমল’ নামে। এই এই ফুল নাকি রাতের অন্ধকারে ফোটে আর ভোরের আলো ফোটার আগেই ঝরে যায়। তাই এপিফিলাম অক্সিপেটালাম বা ব্রহ্মকমলের আর এক নাম ‘কুইন অব দ্য নাইট’। এ ফুলের এক একটি পাপড়ি লম্বায় প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি।