বিড়ালদের সম্পর্কে এই তথ্যটা জানলে আপনি লজ্জায় পড়ে যাবেন!
আপনি কি বিড়ালদের খুবই ভালোবাসেন? আবার হতে পারে, আপনি বিড়াল একেবারেই পছন্দ করেন না। আপনি বিড়াল পছন্দ করুন আর নাই বা করুন, এটা ঠিক যে, বিড়ালদের থেকে আপনি দূরেও থাকতে পারবেন না। কারণ, ওরা এত পরিমানে আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে যে, বিড়াল আপনাকে দেখতেই হয়।
ওয়েব ডেস্ক: আপনি কি বিড়ালদের খুবই ভালোবাসেন? আবার হতে পারে, আপনি বিড়াল একেবারেই পছন্দ করেন না। আপনি বিড়াল পছন্দ করুন আর নাই বা করুন, এটা ঠিক যে, বিড়ালদের থেকে আপনি দূরেও থাকতে পারবেন না। কারণ, ওরা এত পরিমানে আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে যে, বিড়াল আপনাকে দেখতেই হয়।
বাড়িতেও না হয় দেখলেন না। কিন্তু রাস্তায় বেরোলেই দেখবেন ঠিক আপনার সামনে দিয়ে ও টুক করে রাস্তা পাড় হয়ে গেল। যাক, যেটা বলার। বিড়াল সম্পর্কে আপনি এই তথ্যটা জানলে, অবাক তো হবেনই। পাশাপাশি একটু লজ্জায়ও পড়ে যেতে পারেন। কেন? কারণ, মানুষের গায়ে হাত দেওয়ার পর বিড়ালরা নিজেদের গা পরিষ্কার করে! কারণ, মানুষের গায়ের গন্ধ বিড়াল একদম পছন্দ করে না। এবার বুঝলেন, ওদের ক্লাশটা? কেমন যেন একটু লজ্জা-লজ্জা লাগলো না!
এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।