ওয়েব ডেস্ক: আপনার হাতটা কেমন দেখতে আর হাতের আঙুলগুলো কেমন সেটা বলতে পারলেই বলে দেওয়া যাবে আপনি কেমন মানুষ, কী ধরণের কাজ আপনার ভাল লাগে এইসব কিছু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাঝের আঙুল (মধ্যমা) অন্য আঙুলের মতো সমান হলে, আপনি বাস্তব সচেতন, আপনার কাজের ধারাবাহিকতা রয়েছে এবং আত্মনির্ভর।


প্রশস্ত অথচ খাটো আঙুল হলে জানবেন আপনি ঝুঁকি নিতে ভয় পান না এবং যথেষ্ট আত্মবিশ্বাসী।


আপনার আঙুলের অগ্রভাগ মোটা হলে আপনি হঠাৎকরে সিদ্ধান্ত নেন এবং 'মুডি'।



আঙুল ছোট অথচ হাতের তালু দীর্ঘ হলে আপনি যুক্তিবাদী এবং 'ইন্টেলেকচুয়াল'।


খুব লম্বা আঙুল এবং লম্বা তালু হলে আপনার মধ্যে শিল্পীসত্ত্বা রয়েছে। আর তার সঙ্গে আপনি মানুষটা 'রোমান্টিক'।


আরও পড়ুন- এই সহজ ৮টি উপায়ে মানসিক অবসাদ কাটিয়ে ফেলুন


আপনার আঙুল খাটো এবং ভারী হলে আপনার মধ্যে সত্যি সত্যিই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।


আর যদি আঙুল ও তালু মাঝারি মাপের হয় তাহলে আপনি কখনই কোনও ব্যাপারে একেবারেই একপেশে ও চরম মত নিয়ে চলেন না।