ওয়েব ডেস্ক: দ্বিতীয়বার বাবা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ফারদিন খান । টুইটারে তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার কথা তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার ছেলের বাবা হলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওম জয় জগদীশ , নো এন্ট্রি, হে বেবি, লাভ কে লিয়ে কুছ ভি করেঙ্গে এছাড়াও অনেক ছবিতে আমরা ফারদিন খান –কে দেখেছি। দ্বিতীয়বার বাবা হওয়ার খবরটি তিনি নিজেই টুইট করে সবাইকে জানান। খুশির খবরটি দেওয়ার সময়ে ফারদিন খান টুইটারে লেখেন ‘we are overjoyed to announce the birth of our son azarius fardeen khan who born on the august 11’।


প্রসঙ্গত, বলিউডের বর্ষীয়ান অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন খান। ২০০৫ সালে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাসাকে বিয়ে করেন তিনি। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। তার নাম দিয়ানি ইসাবেলা খান।


প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল ‘টয়লেট: এক প্রেম কথা’-র দ্বিতীয় দিনের ব্যবসা