১) ব্রিটেনের ব্যাড বয়। তাতে কী! কিস্যু এসে যায় না জাস্টিন বিবারের। বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। তবুও তিনি অপ্রতিরোধ্য। কাঁচা বয়সেই সাফল্যের চূড়ায়। তাই তো নিয়মের বেড়া ভাঙেন বারবার। শুধু তাই নয়,  ভেঙেচুরে খান খান করে দেন রেকর্ড। ব্রিটেনের গানের দুনিয়ায় প্রথম তিনটি স্থানই বিবারের দখলে। এর আগে কারও ভাগ্যে জোটেনি এ সম্মান। ভাবা যায়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২) তাপমাত্রা নেমেছে জিরোর নিচে। তা নামুক। জল জমে বরফ। তা হোক। কিন্তু মাছেরা পালাবে কোথায়? বরফগলা জলেই তাই জমিয়ে মাছ ধরা। উত্সবে মেতেছে দক্ষিণ কোরিয়া। আর যাঁরা মাছ ধরতে পারলেন না, তাঁরা? তাঁরা লেকের ধারে উত্সবের আঁচে সেঁকে  নিলেন নিজেদের।



৩) বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর রাজস্থানিদের? বোধহয় ১৪টি। আন্তর্জাতিক উট উত্সবে মেতে উঠেছে বিকানির। রং-বেরঙের সাজপোশাক আর জুয়েলারিতে ল্যাগবেগে ঠ্যাঙের প্রাণীগুলো যেন মিস ক্যামেল প্রতিযোগিতায় এক-একজন প্রতিযোগী। বাজনার তালে পা মেলাতে সুন্দরীদের সে কী আঁকুপাঁকু।