ব্যুরো: খাঁচাবন্দি বাঘ। আর সেই গরাদের বাইরে দাঁড়িয়ে দর্শকরা। সে দিন শেষ। নতুন পথ দেখাল চিনের এক ওয়াইল্ড লাইফ পার্ক। সে পথে হেঁটেই, বিগ ক্যাটরা এক্কেবারে দর্শকদের হাতের নাগালে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পায়ে পড়ি বাঘমামা...কোরো নাকো রাগ...সত্যিই, রাগ না করতে এবার পায়ে ধরতেই হবে। 


মাঝে শুধু কয়েক ইঞ্চি ব্যবধান। তাও আবার শক্তপোক্ত কিছুর হলে কথা ছিল! এ তো কাঁচ। এপারে দর্শকরা। আর ওপারে! 
ওপারে থাকে ওরা।.. 


চিনের ইউনান প্রদেশে এক ওয়াইল্ড লাইফ পার্ক এমনই ব্যবস্থা করেছে দর্শকদের জন্য। তৈরি করা হয়েছে টাইগার গ্লাস এনক্লোসার। 
ভিতরে রাখাও হয়েছে এমন বাঘদের যারা কিনা স্বভাবগতিকে চঞ্চল। একটু উকিঝুকি দিতে ভালবাসে। তবেই না দর্শকদেরও আগ্রহ বাড়বে!


আর অতিথিদের সুরক্ষার দিকটিও ফুলপ্রুফ। কাঁচের এই দেওয়াল কিন্তু মোটেই ঠুনকো নয়। সামলাতে পারবে চার হাজার কেজির চাপ। অতএব বাঘমামাদের একটু বেশিই কাছাকাছি যেতে আর ভয় কিসের!!!