International Dance Day 2023, পায়েল মুখার্জী,  জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়  নৃত্যকে। এই দিনে কত্থক, ভরতনাট্যম, মোহিনী আট্টম, কুচিপুডি, ওডিশির মতো অনেক নৃত্যের ফর্ম ভারত -সহ গোটা বিশ্বে সমাদৃত। ইউনেস্কো নৃত্য শিল্পের প্রচারের উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক নৃত্য দিবসের লক্ষ্য শুধুমাত্র বিশ্বের সমস্ত নৃত্যশিল্পীদের প্রচার করা নয় বরং সকল প্রকার নৃত্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bank RD: কোটিপতি হতে মাত্র ৩০০০ টাকা বিনিয়োগ করুন এই RD-তে, জানুন কীভাবে? 


এই দিনটির গুরুত্ব ব্যাখ্যা করে ভরতনাট্যম নৃত্যশিল্পী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গীতা চন্দ্রন বলেছেন, 'ইউনেস্কোর মতে, আন্তর্জাতিক নৃত্য দিবসটি নৃত্যের একটি বিশ্বব্যাপী উদযাপন। যা ইউনেস্কোর প্রধান পারফর্মিং আর্ট পার্টনার আইটিআই তৈরি করেছে। ইভেন্টটি প্রতি বছর ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওইদিন জিন জর্জেস নভেরের জন্মবার্ষিকী। যাকে আধুনিক নৃত্যে ব্যালেটের 'পিতা' বা স্রষ্টা বলে মনে করা হয়। ভারতে নৃত্যশিল্পীদের সম্প্রদায়ে যে সব সমস্যার সম্মুখীন হয় তার দিকে নজর দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ বেছে নিয়েছে। যা মহামারী আসার পর শিল্পীদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।' তিনি আরও বলেন যে এই দিনে সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ এই যে নৃত্যের অর্থ কী তা বোঝা এবং আমাদের সংস্কৃতির প্রতি দায়িত্বশীল হয়ে এটি রক্ষা করা ও প্রচার করা।


আরও পড়ুন, Gold Price | Silver Price: সোনা নয়, এখন রুপোয় হবে বিশাল লাভ! জানুন কবে কত শতাংশ দাম বাড়বে


একসময় খুব জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ভারতের বহু লোকনৃত্য। বর্তমান সময়ে অনেকেই সেই সব ধরনের নৃত্য ঘরানা দেখার সুযোগ পান না। তাই এই ইন্টারন্যাশনল ডান্স ডে উপলক্ষে দেখে নেওয়া যাক ভারতের এমনই ৫টি লোকনৃত্য... 


১. লাহো


এই নৃত্যশিল্পটি মেঘালয়ের জৈন্তিয়া অঞ্চল থেকে এসেছে। এটি বেহদিয়েনখলাম উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। মেঘালয়ের পনার উপজাতি সম্প্রদায়ের মধ্যে এটি অত্যন্ত বিখ্যাত। নারী ও পুরুষ উভয়েই এই নাচে অংশ নেয় এবং রঙিন পোশাক ও গয়না করে পারফর্ম করেন।  রাজ্যের হার্প উপজাতির মধ্যেও এই লোকনৃত্যটি জনপ্রিয় যদিও সেখানে এটি ওয়ানগালা নৃত্য নামে পরিচিত ।


২. কুদ


কুদ নৃত্য জম্মুর একটি অন্যতম লোকনৃত্য। ফসল কাটা শেষ হওয়ার পর ডোগরা সম্প্রদায়ের দ্বারা এই নৃত্যটি পরিবেশিত হয়। শস্য রক্ষা করার জন্য গ্রামের দেবতাকে ধন্যবাদ জানানোর একটি রীতি হল এই নাচ। পুরুষদের পাশাপাশি মহিলারাও নাচটিতে অংশগ্রহণ করেন। 


৩. পুলি ভেশম


পুলি ভেশম বা টাইগার ডান্স অন্ধ্র প্রদেশ অঞ্চলে দশেরা এবং মহরম উৎসবে পারফর্ম করা হয়। এটি একটি সোলো ডান্ড ফর্ম যেখানে নৃত্যশিল্পী কোমরের চারপাশে একটি সরু কাপড় পরেন, এবং পুরো শরীর ডোরাকাটা আঁকা থাকে। বাঘের মতো হাঁটাহাঁটি এবং লাফিয়ে এই নাচ প্রদর্শন করা হয়। 


৪. ভূতম


কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুর উপকূলীয় সংস্কৃতিতে এই নৃত্যটি পারফর্ম করা হয়। শুধুমাত্র পুরুষ নৃত্যশিল্পীরাই এটি পরিবেশন করেন।  পারফরম্যান্সের আগে অনেক প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি পোশাকের জন্য নারকেল এবং তাল পাতা ব্যবহার করা হয়। পারফরম্যান্সটি গ্রামের দেব-দেবীদের মূর্তির সামনে সঞ্চালিত হয়। 


৫. গোটিপুয়া


উড়িষ্যার গোটিপুয়া নৃত্য ওড়িশির অন্যতম নাচ। রাধা ও কৃষ্ণের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে অ্যাক্রোবেটিক চিত্র প্রদর্শনকারী একদল ছেলে এই নাচটি সম্পাদন করে।



Rahu Gochar 2023: রাহুর রাশি পরিবর্তন, বিপদে পড়তে চলেছেন এই ৩ রাশির জাতকরা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)