ওয়েব ডেস্ক: আলোর উত্সব,আনন্দের উত্সব কালীপুজো। কিন্তু সেই উত্সবই যেন দু-খে না পরিণত হয়। কারণ একটাই বাজি। বাজির একটা ফুলকি যেকোনও সময় ঘটাতে পারে দুর্ঘটনা। তাই বাজি ফাটানোর আগে সামান্য কিছু নিয়ম মানলেই এড়ানো যেতে পারে দুর্ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দীপাবলিতে প্রিয়জনকে যে পাঁচটা উপহার দিতে পারেন


ফুলঝুরি, চরকি, রংমশাল কিংবা তুবড়ি। বাজি-বাজারে চিরাচরিত এইসব বাজির সঙ্গে প্রতিদিনই জুড়ছে আরও নানা বাজি। আর সেইসব বাজি ফাটানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্সাহী যারা, তারা আপনার -আমার বাড়ির ছোটরা। তাই বাজি ফাটানোর আগে নিতেই হবে কিছু সাবধানতা।


এক নজরে জেনে নিন সেগুলি--


বাজির ওপর মুখ নিয়ে গিয়ে কখনই আগুন দেওয়া যাবে না।


প্রয়োজনে লম্বা লাঠি ব্যবহার করে বাজিতে আগুন ধরাতে হবে।


যে কোনও বাজি থেকে সব সময় ৫ থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে


বাজিতে প্রথমবার আগুন দেওয়ার পরে তা না ফাটলে ফের আগুন ধরাতে যাওয়ার প্রয়োজন নেই। ফেলে দিন সেই বাজি


যাদের ধুলো থেকে সমস্যা হয়, তারা নাকে  মাস্ক বা পাতলা সুতির কাপড় জড়িয়ে বাজি ফাটান


বাজি ফাটানোর পরে তা অবশ্যই জলে দিন , অথবা তার ওপর বালি চাপা দিন


রকেট বা অন্য যেসব বাজিতে আগুন ধরানোর পরে তা আকাশে উঠে যায়, সেইসব বাজির মুখ যেন কখনওই আপনার নিজের দিকে না থাকে।


বাজি ফাটানোর সময় হাতের কাছে অবশ্যই অ্যালোভেরা জেল রাখুন। সামান্য পোড়ায় এই জেল কাজে লাগানো যেতে পারে


কোনও জায়গা পুড়ে গেলে সেই জায়গা পরিষ্কার করে গজ বা ভিজে সুতির কাপড় দিয়ে বেঁধে ফেলুন ।


বাজি তবে পুড়ে গেলে চিকিত্সা অবশ্যই নির্ভর করে কতটা জায়গা ধরে পুড়েছে আর কতটা গভীরে হয়ে পুড়েছে। সব মিলিয়ে সামান্য কিছু সতর্কতা নিলে এড়ানোই যেতে পারে বড় বিপদ, আর আপনার  আলোর উত্সব আরও রঙীন হয়ে উঠবে।