নিজস্ব প্রতিবেদন: আজকাল জায়গা জমির যা দাম হয়েছে, তাতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও বড়জোড় ‘দেশলাই বাক্স’ নয়তো ‘পায়রার খোপ’ পাওয়া যায়। শহরাঞ্চলে এক টুকরো মাথা গোঁজার জায়গা খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হয়! জমির দামের সঙ্গে ইঁট, বালি, সিমেন্টের দামও পাল্লা দিয়ে এতোটাই বেড়ে গিয়েছে যে, গ্রামে একটু পছন্দসই বাড়ি বানাতেও পুঁজি প্রায় ফুরিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারে ‘ফোল্ডিং বাড়ি’! ৩০০ থেকে ৩৫০ বর্গফুটের ছোট এক টুকরো জমিতে মাত্র ৬ ঘন্টায় বানিয়ে ফেলা যায় এই বাড়ি। বাড়ির নকশা বা ডিজাইনও হবে আপনার পছন্দ মতোই। বিশ্বাস হচ্ছে না! আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ধরনের ‘ফোল্ডিং বাড়ি’র পরিকল্পনা ইতালিয়ান স্থপতি (আর্কিটেক্ট) রেনাটো ভিদালের মস্তিষ্কপ্রসূত। রেনাটো দু’রকম মাপের বাড়ির নকশা বা ডিজাইন তৈরি করেছেন। ছোটটির জন্য ২৯০ বর্গফুটের জায়গা আর বড়টি তৈরির জন্য ৯০৪ বর্গফুটের জায়গা প্রয়োজন। তবে দু’ রকমের বাড়ির উচ্চতা সর্বোচ্চ ২১ ফুট।


আরও পড়ুন: এটি বিশ্বের সবচেয়ে দামি চা পাতা! ১০০ গ্রামের দাম ১ কোটি ৫০ লক্ষ টাকা!


কংক্রিটের কোনও রকম অবলম্বন বা সাপোর্ট ছাড়াই তৈরি করা যায় এই বাড়ি। এই বাড়ির প্রধান উপাদান স্টিল ফ্রেম, পলিইউরেথিন ফোম আর রক উল। ভূমিকম্প প্রতিরোধ করার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে রেনাটো ভিদালের এই ‘ফোল্ডিং বাড়ি’তে। শুধু তাই নয়, এটি সম্পূর্ণ ‘ওয়াটারপ্রুফ’। বাথরুম, মডিউল কিচেন, ডাইনিং, শোবার ঘর, সিঁড়ি, স্টোরেজ— আর পাঁচটা সাধারণ বাড়ির মতো সব কিছুই রয়েছে এই ‘ফোল্ডিং বাড়ি’তে। ছোট বাড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২২ লক্ষ ৮৩ হাজার টাকা (৩৩ হাজার মার্কিন ডলার) আর বড় বাড়িটির দাম ৫০ লক্ষ ৫০ হাজার টাকা (৭৩ হাজার মার্কিন ডলার)। কী ভাবছেন একটা অর্ডার দেবেন নাকি! তার আগে ভিডিয়োয় দেখে নিন নিজের চোখেই...