#উৎসব: কখন শেষ মহাপঞ্চমী? কখন বোধন? দেখে নিন মহাষষ্ঠীর নির্ঘণ্ট
এবার ঘোটকে দেবীর আগমন। দোলায় গমন।
নিজস্ব প্রতিবেদন: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সবচেয়ে বড় উৎসবে মেতে উঠেছে আপামোর বাঙালি। এবার ঘোটকে দেবীর আগমন। দোলায় গমন। শাস্ত্র মতে, দেবী দোলায় এলে ফল হয় ছত্রভঙ্গ। আর দেবীর দোলায় গমন ফল হয় মড়ক বা মহামারি।
প্রতি বছর মা দুর্গার আগমন থেকে গমন এবং পুজোর প্রতিটি রীতি পালিত হয় পঞ্জিকা মেনে। ১০ অক্টোবর বাংলার ২৩ আশ্বিন মহাপঞ্চমী। সকাল ৮ টা বেজে ৫১ মিনিটে শুরু হচ্ছে পঞ্চমী। ১১ অক্টোবর, ২৪ আশ্বিন সকাল ৬টা বেজে ২৩ মিনিট ০৭ সেকেন্ডে শেষ পঞ্চমী তিথি।
সোমবার, ১ অক্টোবর, ২৪ আশ্বিন সকাল ৬টা বেজে ২৩ মিনিট ০৮ সেকেন্ডে শুরু মহাষষ্ঠী। পঞ্চমী তিথি শেষের এক সেকেন্ড পর থেকে শুরু মহাষষ্ঠী। ওই দিনই দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস।