নিজস্ব প্রতিবেদন: ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে গোয়া অন্যতম। ‘দিল চাহতা হ্যায়’ থেকে ‘ডিয়ার জিন্দেগি’— বলিউডের একাধিক ছবিতেই ধরা পড়েছে গোয়ার উত্সবমুখর সমুদ্র সৈকত্। কিন্তু সে সব তো সিনেমা বা টিভির পর্দায় দেখা। স্বাদ থাকলেও গোয়া ঘুরতে যাওয়া অনেক মধ্যবিত্ত বাঙালির সাধ্যে কুলায় না। কিন্তু আর চিন্তা নেই। মাত্র ৪০০ টাকাতেই এ বার গোয়া ঘুরে আসতে পারবেন আপনি! অবিশ্বাস্য হলেও এমন দুর্দান্ত অফার নিয়ে হাজির আইআরসিটিসি (IRCTC)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নিজের মানসিক চরিত্র সম্পর্কে জেনে নিন এই ছবি থেকে


সম্প্রতি আইআরসিটিসি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তর বা দক্ষিণ গোয়ার ঘুরতে খরচ মাথা পিছু ৪০০ টাকা এবং গোয়া পুরো ঘুরে দেখতে লাগবে ৬০০ টাকা। এই প্রতিবেদনে বলা হয়েছে, এর জন্য অন্তত চার দিন আগে বুকিং করতে হবে। ই-মেলের মাধ্যমে কনফারমেশন পাওয়ার পর সোজা চলে আসুন বোর্ডিং পয়েন্টে। সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে গোয়ায়। গোয়ার পৌঁছে লাক্সারি বাসে চড়িয়ে ঘুরিয়ে দেখানো হবে দোনা পাউলা, কলা অ্যাকাডেমি, গোয়া মিউজিয়াম, পানজিম মার্কেট, ক্যাসিনো পয়েন্ট, মিরামার বিচ, মহাবীর গার্ডেন, রিভার বোট ক্রুজ এবং ওল্ড গোয়া। দক্ষিণ গোয়ার প্ল্যানে রয়েছে সেন্ট অ্যান্টনি চ্যাপেল, সেন্ট অ্যালেক্স চার্চ, ফোর্ট আগুডা, সিনকুরিম বিচ, কন্ডোলিম বিচ, বাগা বিচ...আরও কত কী! সামনেই বড়দিন। অবিশ্বাস্য কম খরচে এত কিছু দেখার সুযোগ কিন্তু বার বার না-ও পেতে পারেন! তাই আর দেরি না করে বুকিং-এর জন্য তোড়জোড় শুরু করে দিন।