নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার দেশের সব বড় শহরেই দাম কমছে সোনার। গত তিন দিনে, প্রতি ১০০ গ্রাম সোনার দাম ৪,৭৯,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা কমে ৪,৭৬,৫০০ টাকা হয়েছে। ২২ ক্যারেট সোনার ১০-গ্রামের দাম ১০০ টাকা কমে ৪৭,৩৫০ টাকা হয়েছে। সোনার দাম কম হওয়ায় স্বস্তি পেয়েছেন ক্রেতারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দাম কমার ফলে এখন সোনার দাম ৪৭,৭৫০ টাকা থেকে কমে হয়েছে ৪৭,৬৫০ টাকা। আবগারি শুল্ক, রাষ্ট্রীয় কর এবং অন্যান্য শুল্কের কারণে সোনা ও রূপার দাম দেশের বিভিন্ন রাজ্যে পরিবর্তিত হয়।


দিল্লি এবং মুম্বই


দিল্লি (Delhi) এবং মুম্বইতে (Mumbai) ২২-ক্যারেট সোনার দাম ৪৭,৬৫০ টাকা প্রতি ১০ গ্রাম। 


চেন্নাই


চেন্নাইতে (Chennai) ২২-ক্যারেট সোনার দাম ৪৭,৯২০ টাকা প্রতি ১০ গ্রাম। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫২,২৮০ টাকা।


আরও পড়ুন: Petrol Price Hike: আবার ৮০ পয়সা বাড়ল জ্বালানির দাম, ১০ দিনে ৯ বার দাম বৃদ্ধি


কলকাতা এবং বেঙ্গালুরু


কলকাতা (Kolkata) এবং বেঙ্গালুরুতে (Bengaluru) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭,৬৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫১,৯৮০ টাকা। 


পাটনা


অন্যদিকে পাটনায় (Patna) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫২,০৩০ টাকা।


জয়পুর 


এই মুহূর্তে জয়পুরে (Jaipur) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭,৮০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫২,১৩০ টাকা।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)