ওয়েব ডেস্ক: যাদের সামনে বিয়ে, তাদের জন্য চিন্তার খবর। সোনার দাম কমার কোনও লক্ষণ নেই। রোজ দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গয়না পরবেন কী!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন ১০ গ্রাম সোনার দাম বেড়ে গিয়ে দাঁড়ালো প্রায় ৩০ হাজারে। শুধু সোনাই নয়, বেড়েছে গয়না তৈরির সমস্ত ধাতুর দামই। রুপোর দামও বেড়ে দাঁড়ালো কেজিতে প্রায় ৩৮ হাজার টাকা।


বিয়ের মরশুমে বাড়ল সোনার দাম। ২৮ হাজার ৮০০ টাকার ওপরে আরও ৮৫০ টাকা যোগ করে, ১০ গ্রাম সোনার দাম হল ২৯ হাজার ৬৫০ টাকা। জানা যাচ্ছে, বছর খানেক বাদ সোনার দাম এক ধাপে এতটা বৃদ্ধি পেল। প্রধাণত বিয়ের মরশুমের জন্য এবং ডলারের মূল্য হ্রাসের জন্য দামী ধাতুগুলির দাম বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।


সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। এখন ১ কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৫০ টাকায়। একধাপে সোনা রুপোর দাম এতটা বেড়ে যাওয়ায় চিন্তায় সাধারণ মানুষ।