নিজস্ব প্রতিবেদন: আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এই দিনটি পালিত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের এই গৌরবময় দিনটিকে স্মরণে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে Google। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে Doodle-এর সাহায্যে বিশেষ বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সংস্কৃতির বৈচিত্রের মধ্যে ঐক্য— এই বিষয়টি আজ প্রাধান্য পেয়েছে Google Doodle-এ। Doodle-এর ছবিটি এঁকেছেন সিঙ্গাপুরের অতিথি শিল্পী মেরু শেঠ।


আরও পড়ুন: ছবি: রেড রোডে ৭১ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন, দেখুন


এই দিনটি ভারতের জাতীয় দিবসগুলির মধ্যে অন্যতম। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ ভারতের নতুন সংবিধানকে অনুমোদন দেয়। ১৯৩০ সালে ২৬ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসে পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল। তাই ওই দিনটিকেই সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল। এই দিনটি তাই প্রতি বছর নানা অনুষ্ঠান, কুচকাওয়াজ, দেশের শহিদ সেনাদের স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন-সহ একাধিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পালিত হয়।