নিজস্ব প্রতিবেদন: ২০১৫-র জুলাইতে প্রথম এই প্রকল্প লঞ্চ করা হয়। তখনও মিলেছিল বিরাট সাফল্য। এবার টাটা ট্রাস্টের সঙ্গে গুগল হাত মেলানোয় ‘ইন্টারনেট সাথী প্রকল্প’ আরও ছড়িয়ে পড়তে চলেছে। ফলে গ্রাম-বাংলার অনেক মহিলার কাজের সুযোগ রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বছরে ১০০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে স্যামসং


ইন্টারনেট সাথী প্রকল্প কী?


এই প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট শিখে গ্রামের মহিলারা যাতে সাবলম্বী হতে পারেন। সমীক্ষা বলছে, আগে ১০ জন মহিলার মধ্যে গ্রামের ১ জন মহিলা ইন্টারনেটের ব্যবহার জানতেন। কিন্তু এই প্রকল্পের পর ১০ জন মহিলার মধ্যে চার জন মহিলা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তাঁরা নতুন কাজ করে আজ সাবলম্বী।


আরও পড়ুন: বিশ্ব প্রতিবন্ধী দিবস: বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে সল্টলেকের স্বেচ্ছাসেবী সংগঠন


২০১৫ সালে এই প্রকল্পের ব্যাপক সাফল্যের পর টাটা ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছে গুগল। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৩০ হাজার ইন্টারনেট সাথীকে প্রশিক্ষণ দিয়েছে। দেশের বিভিন্ন গ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ১ কোটি ২০ লক্ষ জনকে প্রশিক্ষণ দিয়েছেন। ইন্টারনেটের ব্যবহার শিখে গ্রামের মহিলারা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে এসেছেন বলে জানান গুগলের মার্কেটিং হেড। এই প্রকল্পের গ্রামের মহিলাদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে বলে দাবি তাঁর।