এই বছরই ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এই বছরই শতবর্ষে পোলিও টিকার আবিষ্কর্তা জোনাস সালক। তাঁকে এবার ডুডলে শ্রদ্ধা জানাল গুগল ইন্ডিয়ার পেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্ট্যাটিক ডুডলে দেখা যাচ্ছে সুস্থ ভারতের ছবি। হাসিমুখে শিশুরা যেখানে ধন্যবাদ জানাচ্ছেন সালককে।


আজ থেকে ১০০ বছর আগে ১৯১৪ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন মার্কিন গবেষক ও ভাইরোলজিস্ট জোনাস সালক। ১৯৪২ সালে মিশিগান ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেল্থে পোলিও ভ্যাক্সিন নিয়ে কর্মরত এক দলে যোগ দেন জোনাস সালক। ১৯৪৭ সালে পিটসবার্গ ইউনিভার্সিটির ভাইরাস রিসার্চ ল্যাবের প্রধান হন। ১৯৫২ সালে পোলিওর প্রাথমিক ভ্যাক্সিন আবিষ্কার করেন তিনি।


তিনটি ভিন্ন ধরণের পোলিও ভাইরাস খুঁজে পেয়েছিলেন জোনাস সালক। এমন একটি ভ্যাক্সিন তিনি আনতে চেয়েছিলেন যা এই তিন ধরণের ভাইরাসকে রুখতে পারবে। মোট ২০ হাজার স্বাস্থ্যকর্মী ও ১ লক্ষ ৮০ হাজার স্কুল পড়ুয়ার ওপর ট্রায়াল চালান সালক। এরপর ১৯৫৫ সালের ১২ এপ্রিল পোলিও আসে ঐতিহাসিক সাফল্য। ভ্যাক্সিন আবিষ্কারের আগে পোলিও ছিল পরমানু বোমার মতোই ভয়াবহ আতঙ্ক।