ওয়েব ডেস্ক: সাধারণত এখন মানুষের গড় আয়ু অনেক কমে গিয়েছে। আগে শতায়ু হওয়াটা বিরাট কোনও ব্যাপার ছিল না। অনেক মানুষই হতেন। কিন্তু এখন শতায়ু মানুষ খুঁজে পাওয়া গেলেই বড় খবর হয়! তা আমাদের এই ছোট্ট জীবনে, সবথেকে ভালো আমরা কোন কোন বয়সে থাকি, তাকি জানা আছে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে মানুষ ২৩ ও ৬৯ বছর বয়সে তাঁর জীবনের সবচেয়ে সুখি থাকে! আপনার বয়স কি ২৩ পেরিয়ে গিয়েছে?  তাহলে ৬৯ এর জন্য অপেক্ষা করুন।যাতে আপনার সেই বছরটা দুর্দান্ত কাটাতে পারেন। আর যদি এখনও ২৩ না হয়ে থাকে? তাহলে এখন থেকেই মনে খুশি ভরে নিন। কারণ, আপনার জীবনের সেরা দিন আসতে আর অল্প কটা দিন বাকি। চুটিয়ে উপভোগ করুন।


এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' নামক বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।