ওয়েব ডেস্ক: বাজেট পেশের আগে নথিপত্র ছাপার কাজ শুরু হয়ে গেল। নর্থ ব্লক অফিসে হালুয়া উত্‍সবের মধ্যে দিয়ে শুরু হল ২০১৫-১৬ আর্থিক বছরের বাজেটের নথিপত্র ছাপার কাজ। হালুয়া উত্‍সবে ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই হালুয়া উত্‍সবের ঐতিহ্য বহু পুরনো। একটা বড় কড়াইতে বানানো হয় হালুয়া। তারপর নর্থ বক্লের সব কর্মীরা ভাগ করে খান এই বিশেষ হালুয়া। এই হালুয়া পরিবেশেনর পরই মন্ত্রকের বহু আধিকারিক ও কর্মী যারা বাজেট পেশের সঙ্গে যুক্ত তাদের পরিবারের থেকে দূরে মন্ত্রকেই এসে থাকতে হয়। যতদিন না বাজেট লোকসভায় পেশ হচ্ছে। শুধু বাড়ি ছেড়ে থাকতেই হয় না, পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগও রাখতে পারেন না তারা। ফোন, ই-মেল কোনও কিছুর মাধ্যমেই রাখা যায় না যোগাযোগ। একমাত্র বর্ষীয়ান আধকারিকরাই বাড়ি যাওয়ার অনুমতি পান।