জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আজ আমাদের নেড়া পোড়া আজ আমাদের দোল'! আগে দোলের সময় এই ছড়াটা খুব শোনা যেত। 'নেড়া পোড়া' হল হোলিকা দহন। হোলিকা দহন হল এক ধরনের অগ্নি-উৎসব। যে-আগুনে পুরনো সব কিছু, শীতের জড়ত্বের সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া হয়। আবাহন করা হয় বসন্তকে। সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় উদযাপন করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Ramadan In Australia: মঙ্গলবার থেকেই রোজা শুরু...


হোলিকা দহনের সময়


হোলিকা দহন হবে ২৪ মার্চ। এদিন হোলিকা দহনের শুভ মুহূর্ত থাকছে ১ ঘণ্টা ১৪ মিনিট। ২৪ মার্চ রাত ১১ টা ১৩ মিনিট থেকে শুরু হবে হোলিকা দহনের শুভ সময়, সেই সময়কাল ১২ টা ২৪ মিনিটে গিয়ে শেষ হবে।      


কবে দোল?


সাধারণত দোলপূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয়। এর অর্থ, হোলিকা দহনের পরের দিনই দোল। দোল পূর্ণিমার তিথি পড়ছে ২৪ মার্চ। এদিন সকাল ৯টা ৫৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি পড়ছে। পরের দিন ২৫ মার্চ দুপুর ১২ টা ২৯ মিনিটে শেষ হবে পূর্ণিমা। 


কবে হোলি?


এর ফলে হোলি উদযাপন করা হবে পরদিন ২৫ মার্চ।


আর চন্দ্রগ্রহণ?


এ সবের সঙ্গেই এবার থাকছে চন্দ্রগ্রহণও। ফাল্গুন পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। এদিকে, হোলির সময় ফাল্গুন পূর্ণিমায় হবে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সকাল ১০ টা ২৪ মিনিটে শুরু। তা শেষ হবে দুপুর ৩.০১ মিনিটে। সেই দিন চন্দ্রোদয় হবে সন্ধ্যে ৬ টা ৪৪ মিনিটে। ফলে ২৫ মার্চ দোল উৎসবের পাশাপাশি থাকছে চন্দ্রগ্রহণও।


আরও পড়ুন: Budh Shukr Gochar: বিরল! বুধ-শুক্র গোচর এই রাশির জাতক-জাতিকাদের জীবনে নিয়ে আসছে বিপুল সৌভাগ্য...


(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)