নিজস্ব প্রতিবেদন: ছবি বাঁধিয়ে তো সবাই রাখেন। কেউ বড় করে দেয়ালে বাঁধিয়ে রাখেন তো কেউ সযত্নে তুলে রাখেন অ্যালবামে। কিন্তু ছবি কি কখনও কাঁচের জারে বা বয়ামে সাজিয়ে রেখেছেন? এই পদ্ধতিতে ছবি সাজিয়ে রাখলে দেখতেও লাগবে সুন্দর, আর আপনার সৃজনশীল মনোভাবটাও ফুটে উঠবে সুন্দরভাবেই। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন ছবি আর কাঁচের জার দিয়ে তৈরি শো’পিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী লাগবে:


কোয়ার্টার সাইজের একটি কাচের গোলাকৃতি বা লম্বা কাঁচের জার, ভেজিটেবল অয়েল, সাদাকালো প্রিন্টের একটি ৪x৬ ইঞ্চি মাপের ছবি, কিছু শুকনো ফুল।


আরও পড়ুন: সিলিন্ডারে আর কতটা গ্যাস পড়ে রয়েছে, বুঝবেন কী ভাবে! জেনে নিন...


কী ভাবে বানাবেন:


১. প্রথমে যেই কাঁচের জারে ছবি রাখবেন সেটি নিয়ে ভাল করে পরিষ্কার করে নিন।


২. এবার তার ভেতরের মাপ নিয়ে সেই অনুযায়ী ছবিটা কেটে নিন।


৩. এরপরে ভেতরে মাঝ বরাবর ছবিটি সুন্দর করে সেট করুন।


৪. ছবি সেট করা হয়ে গেলে তেল ঢেলে দিন।


৫. তেল একদম বোতলের মুখ পর্যন্ত ঢালতে হবে। তেল ভরা হয়ে গেলে টাইট করে বোতলের মুখ বন্ধ করে দিন।


৬. বোতলের মুখ বন্ধ করার আগে ইচ্ছা করলে তাতে শুকনো ফুল দিতে পারেন। না দিতে চাইলেও কোন সমস্যা নেই। ব্যস হয়ে গেল তেলের বোতলের ভেতরে আপনার ছবি সংরক্ষণ করা। তেলের ভেতরে রাখা আপনার ছবি নষ্ট হবেনা বা ভিজে যাবেনা। শুধুমাত্র হলদেটে ভাব এসে ছবিতে পুরানো দিনের আবহ এনে দিবে। সেই সঙ্গে একটু স্বচ্ছভাবও আসবে ছবিতে। চাইলে আপনি ছবির পেছনে ফুলের বদলে অন্য ছবিও সেঁটে দিতে পারেন। এতে দুই দিক থেকেই দেখতে সুন্দর দেখাবে।