মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না, বাকি সময় ভালই কাটবে।


বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)


আজকের দিনে কোনও বড় দলে যোগ দিয়ে আনন্দে মেতে উঠুন। সকলের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিন। বেশি রক্তচাপ থাকলে যত আগে সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক ব্যপারে পরিবারের সাথে মতানৈক্য হতে পারে।


মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)


আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। মায়ের শরীর নিয়ে চিকিত্সকের সঙ্গে কোনও আলোচনা। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। কোমরে যন্ত্রণা বৃদ্ধি পাবে


কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)


দূরে কোনও ভ্রমণের আলোচনা হতে পারে। বাড়তি কোনও খরচের জন্য ঋণ নিতে হতে পারে। পিতার সঙ্গে ব্যবসার আলোচনা। ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।


সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)


বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।


কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)


আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।


তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)


কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগকে গুরুত্ব দেবেন না।


বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)


সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। ছরের মধ্য ভাগে বিবাহ জীবন খুব ভাল কাটবে এবং পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কোনও ছোট বিবাদ অনেক দূর যেতে পারে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী।


ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)


সার্বিক বিচারে সময়টা শুভাশুভ মিশ্রিত হলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। এ বছর ধনোপার্জন ভালই হবে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে।


মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)


আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। ব্যবসায় কোনও লোকের খারাপ ব্যবহার আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।


কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)


গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ভ্রমণে বাধা। শরীরে কোনও ব্যধির জন্য যন্ত্রণা বৃদ্ধি। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন।


মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)


নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে শেষ করে নিন এই বেলা। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।