ওয়েব ডেস্ক: চিঠির সেই গৌরব আর নেই। তবে অত্যাধুনিক প্রযুক্তি যতই বিপ্লব ঘটিয়ে দিক যোগাযোগ ব্যবস্থায়, আজও 'রিয়েল' (ভার্চুয়াল নয়) ঠিকানা হদিশ করতে অপরিহার্য ছয় সংখ্যার পিন কোড। কিন্তু পোস্টাল ইনডেক্স নাম্বার বা পিন কোডকে ডিকোড করেছেন কখনও? মানে ওই ছয়টি সংখ্যার মানেটা কী, তা কি জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পিন কোডের প্রথম সংখ্যাটির মাধ্যমে বোঝা যায় কোন নির্দিষ্ট ঠিকানা দেশের কোন ভৌগলিক অঞ্চলের (রিজিয়ন) অন্তর্গত। প্রথম দুটি সংখ্যা থেকে সূচীত হয় সাব-রিজিয়ন। আর প্রথম তিনটি সংখ্যা থেকে স্পষ্ট হয় 'রেভিনিউ ডিস্ট্রিক' বা জেলা এবং সর্বশেষ তিনটি সংখ্যা বলে দেয় 'ডেলিভারি পোস্ট অফিস'-এর নম্বর। এবার এই ভিডিওটি দেখুন তাহলেই সহজে শিখবেন পিনকোড ডিকোডিং-এর ফান্ডা-


 


আরও পড়ুন- নাছোড় রঙ তুলে ফেলুন লেবু আর নারকেল তেলে