নিজস্ব প্রতিবেদন: শীতে মুখ থাকে সবসময়ই রুক্ষ,শুষ্ক আর তার মধ্যে যদি থাকেন ক্লান্ত সেটা সত্যিই কপালে ভাঁজ ফেলার মতো একটি বিষয়। কিন্তু এই ক্লান্ত মুখ নিয়ে তো আর চলা যায় না। তাই এক সেকেন্ডে মুখের ক্লান্তি দূর করুন ফেসিয়াল মিস্ট দিয়ে। একবার স্প্রে করে নিন, মুহূর্তেই ফিরে পাবেন সতেজতা। তবে কৃত্রিম ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে না চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন পছন্দের ফেসিয়াল মিস্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেনে নিন কীভাবে বানাবেন ফেসিয়াল মিস্টঃ


তিন কাপ জল ফুটিয়ে আধা কাপ পুদিনাপাতা দিন। তারপর জল গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার একমুঠো গোলাপের পাঁপড়ি যোগ করে আরও ১৫ মিনিট ফুটিয়ে নিন। জল শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। সব শেষে ছেকে স্প্রে বোতলে ঢেলে আধা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নিন।


ক্লান্ত লাগলেই একবার স্প্রে করে নিন ফেসিয়াল মিস্ট, দেখুন সতেজ ত্বকের ম্যাজিক।


আরও পড়ুন - ওজন কমাতে ঠিক কতটা লবণ খাওয়া যাবে ? জেনে নিন