ওয়েব ডেস্ক: অনেকের মুখেই অনেকসময় ছোট কিংবা বড় গর্ত হয়ে গিয়ে থাকে। সেটা অত্যাধিক ব্রণ হওয়ার কারণেই হোক কিংবা অন্যান্য কারণে।  গর্ত হয়ে ‌যাওয়ার ফলে আমাদের মুখের ত্বক নষ্ট হয়ে ‌যায়, খুব তাড়াতাড়ি মুখে বয়সের ছাপ পড়ে। ‌যা আমরা কেউই চাই না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটা থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা অনেক সময়ই চিকিৎসকের দ্ৱারস্থ হই। তবে এসব ক্ষেত্রে চিকিৎসা খরচ খুব একটা কম নয়। তবে ‌যাঁদের এতাটা আর্থিক সঙ্গতি না থাকে তাঁরা বাড়িতেই কিছু ঘরোয়া পদ্ধতিতে মুখের মধ্য হওয়া গর্ত থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন।


কীভাবে করবেন তা এখানে দেখে নিন…


 




আরও পড়ুন- ঘরোয়া উপায়েই 'সান ট্যান' থেকে মুক্তি পান, দেখুন কীভাবে?