ওয়েব ডেস্ক : ব্যাঙ্কে সেভিংস, রেকারিং বা ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগের পর অন্যতম ভরসাজনক প্রতিষ্ঠান হল মিউচুয়াল ফান্ড। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, আপনি কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। দুই, আপনি কীভাবে বিনিয়োগ করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজার সমীক্ষা বলছে,  সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস আই পি (SIP)-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ লাভজনক বেশি। কিন্তু, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কেন লাভজনক? কারণ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কোনও মিউচুয়াল ফান্ডে নিয়মিত টাকা জমা দেওয়া হয়। ফলে এধরনের বিনিয়োগের মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি, বাড়ি নির্মাণ বা আপনার শিশুর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তব করা অনেক বেশি সহজ হয়।


এস আই পি (SIP)-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হলে প্রথমেই যেটা করতে হবে, তা হল বিনিয়োগের সঠিক পরিমাণ আগে নির্দিষ্ট করতে হবে। এরপরের ধাপটি হল একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডের সুবিধানক স্কিমটি নির্বাচন করা।


আরও পড়ুন, রোজ মাত্র ৩০ টাকা বিনিয়োগ করে কোটপতি হ‌য়ে ‌যান