ওয়েব ডেস্ক: ভাগ্যতে কি লেখা আছে তা জানার ইচ্ছে সকলেরই। অনেকেই মুখে এই সমস্ত বিষয়ে অবিশ্বাসের কথা বললেও মনে মনে ভালো মতোই বিশ্বাস করেন। অনেকেই আবার নিয়মিত নিজের ভবিষ্যতের কথা কোনও জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে যেনে নেন। তবে হাত দেখে ভবিষ্যতের কথা জানতে পারার প্রথা আজকের নয়। ভারতে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকেই এই প্রথা চালু হয়েছিল। এমনকি ভারতের রাজা মহা রাজারা নিজেদের রাজ প্রাসাদের মধ্যেই একজন জ্যোতিষীকে রেখে দিতেন। কয়েক জাহার বছর আগে থেকে এই প্রথা শুরু হলেও এখনও পর্যন্ত এক বিন্দুও ছেদ পড়েনি এই প্রথার মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কোনও জ্যোতিষীর কাছ থেকে নয়, নিজেই দেখে নিতে পারবেন নিজের হাত। নিচের ভিডিও দেখে বিচার করুন নিজের ভাগ্য...