ওয়েব ডেস্ক: কিছুদিন আগে প‌র্যন্ত ‌যে পরিমাণ গরম পড়েছিল তাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল সকলেই। তবে আর চিন্তা নেই আপাতত ব‌র্ষা এসে গেছে। তবে গরমে পুড়ে ‌যাওয়া ত্ৱক এখনও রয়ে ‌যাওয়ায় অনেকেই হয়ত চিন্তিত। কারণ ট্যান পড়ার সমস্যা গরমে বাড়ে ঠিকই তবে সমস্যা সারা বছরই কম বেশি থাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্যান ছাড়া পরিস্কার ত্ৱক কে না চায় বলুন?


তবে পার্লারে ‌যাওয়ার দরকার নেই। ট্যান বা পুড়ে ‌যাওয়া ত্ৱক থেকে মুক্তি পেতে পারেন বাড়িতে বসেই। প্রশ্ন হল কীভাবে?


আরও পড়ুন- মুখের এধরণের গর্ত থেকে ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পান, দেখুন কীভাবে?


১) এছাড়াও লেবু ও নুন স্ক্রাব করে, বেসন, হলুদ, ও টকদই কিংবা দুধ দিয়ে, লেবু, গোলাপজল এবং তেল দিয়ে প্যাক বানিয়ে লাগাতে পারেন। দেখুন কীভাবে…



) ময়দা, চালগুড়ো, মুলতানি মাটি, দুধ দিয়েই পোড়া ত্ৱকের উজ্জ্ৱলতা ফিরে পাওয়া ‌যায়। কীভাবে দেখুন...