ওয়েব ডেস্ক: পড়াশোনা শেষ হলেই চাকরির চিন্তা। আর চাকরি মানেই সেই ভয়ঙ্কর টেনশনের দিন। ইন্টারভিউ। যার ওপর নির্ভর করছে আপনার ভবিষ্যতের অনেকটা। সবাইকেই কখনও না কখনও এই দিনটার মুখোমুখি হতে হয়। কারও কারও সেই দিনটা ভালো যায়, আবার কারও খারাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনেক প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে বসলেন। কিন্তু প্রতীক্ষার সেই মুহূর্ত আসা মাত্রই সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য সব নষ্ট হয়ে গেল। তাই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই এই টিপসগুলো মনে রাখুন।


১) নিজের সম্পর্কে বিবরণ কখনওই যেন দীর্ঘ না হয়। কারণ এটি অপ্রয়োজনীয়।


২) ইন্টারভিউয়ের সময় একেবারেই অপ্রয়োজনীয় কথা বলবেন না।


৩) সম্প্রতি ঘটা জিনিসগুলো মনে রাখবেন।


৪) ইন্টারভিউয়ের সময় সিরিয়াস থাকা খুব দরকার।


৫) সবসময় হাসি মুখে থাকবেন।