ওয়েব ডেস্ক: ভারতীয় নোটে 'মিসাইল ম্যান' এপিজে আবদুল কালামের ছবির দাবিতে উত্তাল হল সোশ্যাল মিডিয়া। টুইটারাট্টিদের দৌলতে এই দাবি এখন সুদূর বিস্তৃত। পিছিয়ে নেই ফেসবুকিয়ানরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ কালামের ছবি সহ নোটের ছবি এই মুহূর্তে অন্তর্জাল দুনিয়ায় ভাইরাল। এই মুহূর্তে ভারতীয় নোটে শোভা পায় শুধুমাত্র মহাত্মা গান্ধীর ছবি। গান্ধীর মতই কালামের ছবি সহ নোট ছাপার আবেদন জানাল এ দেশের জেন ওয়াই। দাবির মাধ্যম সেই সোশ্যাল মিডিয়াই।


দু'দিন আগেই সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে 'জনতার রাষ্ট্রপতি' কালামকে।


তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন দেশের তাবড় তাবড় রাজনৈতিক নেতা-নেত্রীরা। গত ২৭ জুলাই আইআইএম শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হন কালাম। ওই দিনই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু সমগ্র দেশে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সময় কালামের বয়স হয়েছিল ৮৩ বছর।