ওয়েব ডেস্ক: কয়েন। খুচরো। রেজকি। এরকমই বিভিন্ন নামে ডাকা হয় ভারতীয় ধাতব মুদ্রাকে। ভারতে মোট চারটি ট্যাঁকশাল (মিন্ট) থেকে তৈরী হয় ভারতের যাবতীয় ধাতব মুদ্রা। কিন্তু একটা কয়েন দেখে বুঝবেন কীভাবে যে সেই কয়েনটা কোথায় তৈরি হয়েছে, মানে কোন ট্যাঁকশালে তার জন্ম? উপায় টা খুবই সহজ-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারা ভারতে এখনও পর্যন্ত সবমিলিয়ে যে ৪টি ট্যাঁকশাল রয়েছে, তার মধ্যে একটি কলকাতার আলিপুরে, বাকি তিনটির মধ্যে একটি হায়েদরাবাদের সইফাবাদে, আরেকটি উত্তরপ্রদেশের নয়ডায় এবং একটি মহারাষ্ট্রের মুম্বাইয়ে। কলকাতাকে বাদ দিলে এই চারটি ট্যাঁকশালের প্রত্যেকটির নিজস্ব একটা চিহ্ন রয়েছে। আর এই চিহ্নটাই চিনিয়ে দেয় কোন মুদ্রা কোন ট্যাঁকশাল থেকে তৈরি হয়েছে। চিহ্নগুলো ঠিক কেমন এবার দেখে নিন-



এবার দেখে নিন চিহ্ন সমেত সবকটা কয়েন-


 



এদের মধ্যে শুধু কলকাতারই কোনও চিহ্ন নেই, ফলে চিহ্ন ছাড়া কয়েন মানেই সেটা কলকাতায় তৈরি হওয়া। এই যে নিচের ছবিটায় দেখুন ভাল করে, এটা কলকাতার কয়েন, একেবারে চিহ্নহীন-



ব্যাস, এবার কয়েন কথাটি ফুরালো, কিন্তু না! না! নোটে গাছটি (মানে নোট-কয়েনের গাছটির কথা বলছি আর কি) যেন একদম না মুড়োয়।


আরও পড়ুন- সবাই বাতিল নোট বদল করলেও এই মানুষটি সযত্নে কাছে রেখে দিচ্ছেন