ওয়েব ডেস্ক: গত কয়েকদিন ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তের সমুদ্র সৈকতগুলোতে মরে ভেসে আসতে দেখা গিয়েছে তিমিদের। হঠাত্‍ই রোজ কাগজে বা খবরে তিমি। তাই আজ এক ঝলকে জেনে নিন তিমি সম্পর্কিত কয়েকটা অবাক করা তথ্য। তাতে আপনি পাশের সবার সঙ্গে আলোচনায় অংশ নিতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) তিমি মাছ এই গ্রহের সবথেকে বড় প্রাণী। তিমির জিভটাও একটা আস্ত হাতির থেকে বড়!


২) তিমির হার্ট একটা বড় সাইজের চার চাকা গাড়ির থেকেও বড়।


৩) সাধারণত সাঁতার কাটার সময় তিমির গড় গতি হয় ঘণ্টায় ৮ কিলোমিটার। কিন্তু দরকার পড়লে তিনি ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত জোরে সাঁতার কাটতে পারে।


৪) আমরা নীল তিমির শব্দ শুনতে পারি না। কিন্তু নীল তিমিরা খুব জোরে ডাকতে পারে। একটা তিমি প্রায় ১৬০০ কিলোমিটার দূর থেকে আর একটা তিমির ডাক শুনতে পারে! বুঝুন কাণ্ড!


৫) একটা সদ্য জন্মানো তিমির ওজন হয় প্রায় ২৭ হাজার কিলোগ্রামের মতো। আর সে লম্বায় প্রায় ৮ মিটার হয় তখনই!