ওয়েব ডেস্ক: ভারতে নোট (টাকা) ছাপার আইনত অধিকার রয়েছে কেবল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এই মুহূর্তে ভারতে চালু রয়েছে ১, ২, ৫, ১০, ৫০, ১০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট। কিন্তু এর মধ্যে একটি নোট রিজার্ভ ব্যাঙ্ক ছাপে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই 'ব্যতীক্রমী' নোটটি হল - এক টাকার নোট। এই নোটটি ছাপে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অন্যান্য সবকটি নোটেই যেখানে রিজারভ ব্যাঙ্কের গভর্নরের সই দেখতে পাওয়া যায়, সেখানে কেবল এক টাকার নোটে সই করেন ভারতের কেন্দ্রীয় অর্থ সচিব।


আরও পড়ুন- নতুন ২০০০ টাকার নোটের শক্তি পরীক্ষা


প্রসঙ্গত, সর্বশেষ যে এক টাকার নোট নতুন করে বাজারে এসেছে তা প্রকাশিত হয়েছিল ২০১৪ সালের ৬ই মার্চ। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে এই নোট প্রকাশিত হয়। তত্কালীন অর্থ সচিব রাজিব মেহর্ষির সই রয়েছে এই নোটে। এর আগে ১৯৯৪ সালে শেষ বারের মতো ১ টাকার নোট ছাপা হয়েছিল।


আরও পড়ুন- বাজি পোড়ানোর সময় কী কী সাবধানতা মেনে চলবেন জানুন