জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত সরকার কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ সমৃদ্ধি কেন্দ্র, কিষাণ ক্রেডিট কার্ড স্কিম এবং প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চায়ী যোজনা সহ বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে, কৃষকরা প্রতি বছর ২০০০ টাকার তিনটি সমান কিস্তিতে মোট ৬০০০ টাকা পান। কেন্দ্রীয় সরকারও বৃদ্ধ বয়সে কৃষকদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা পিএমকেএমওয়াই হল একটি সরকারি প্রকল্প যা ছোট ও প্রান্তিক কৃষকদের (এসএমএফ) বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষার জন্য কাজ করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রকল্পের অধীনে, ১৮ থেকে ৪০ বছর বয়সী দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক সকল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেনশন পরিকল্পনায় অংশ নেওয়ার যোগ্য। যদি তাদের নাম রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের জমির রেকর্ডে উপস্থিত থাকে তাহলে তাঁরা এই প্রকল্পে অংশ নিতে পারবে। এই প্রকল্পের অধীনে, কৃষকরা ৬০ বছর বয়সে পৌঁছানোর পরে প্রতি মাসে ৩০০০ টাকা ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন। ওই কৃষক মারা গেলে, কৃষকের স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পেনশনের ৫০ শতাংশ পাওয়ার অধিকারী হবেন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর জন্য প্রযোজ্য। শিশুরা এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য নয়।


১৮ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারীদের ৬০ বছর বয়স না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত মাসিক অবদান রাখতে হবে। একবার আবেদনকারী অথবা গ্রাহকের বয়স ৬০ বছর হয়ে গেলে, তিনি পেনশনের দাবি করতে পারবেন। প্রতি মাসে, একটি নির্দিষ্ট পেনশনের পরিমাণ তাদের পেনশন অ্যাকাউন্টে জমা হবে।


আরও পড়ুন: Bank Strike: দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট, ব্যহত হবে এটিএম সহ অন্যান্য পরিষেবা


প্রকল্পের অধীনে, সরকার সমান পরিমাণ অবদান রাখবে। তাই যদি একজন কৃষক প্রতি মাসে ১০০ টাকা জমা করেন, সরকারও প্রতি মাসে ১০০ টাকা পেনশন তহবিলে জমা করবে। এখনও পর্যন্ত, প্রায় দুই কোটি (১,৯২,৫,৩৬৯) কৃষক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় নাম নথিভুক্ত করেছে।


যদিও, মনে রাখা উচিত যে কেবলমাত্র সেই ছোট কৃষকরাই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার জন্য যোগ্য যারা জাতীয় পেনশন স্কিম (NPS), কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন স্কিম এবং কর্মচারীদের ফান্ড অর্গানাইজেশন স্কিম ইত্যাদির মতো অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নেই। যে কৃষকরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পরিচালিত প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা এবং প্রধানমন্ত্রী ব্যাপারি মানধন বেছে নিয়েছেন তারাও PMKMY-এর জন্য আবেদন করতে পারবেন না।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)