নিজস্ব প্রতিবেদন: ভারতীয় রেলওয়ে ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছে বিলাসপুর-ভোপাল এবং জম্মু তাউই-দুর্গ এক্সপ্রেসের মত ট্রেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় রেলের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়ের বিলাসপুর ডিভিশনের, জয়থারি-চুলহা রেলওয়ে সেকশনের স্টেশনগুলির সঙ্গে সংযোগকারী তৃতীয় লাইনে নির্মাণের কাজ চলার কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।


নন-ইন্টারলকিং কাজ শুরু হয়েছিল ২৩ জানুয়ারী। সর্বশেষ আপডেট অনুসারে, নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এবং আরও বেশ কয়েক দিন সময় লাগতে পারে। এই কারণেই মধ্যপ্রদেশের উপর দিয়ে যাওয়া অনেক ট্রেন বাতিল করা হয়েছে।


আরও পড়ুন: Jammu and Kashmir: এনকাউন্টারে নিহত JeM কমান্ডার Zahid Wani সহ ৫ সন্ত্রাসবাদী


রেলওয়ে আরও জানিয়েছে যে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের, বিলাসপুর বিভাগের জয়থারি-চুলহা রেলওয়ে বিভাগে নতুন রেললাইন সংযোজনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ট্রেনগুলির চলাচল বন্ধ থাকবে।


রেলের যাত্রীদের আগামী দিনে তাদের ভ্রমণের আগে রেলওয়ে অনুসন্ধান পরিষেবা - ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম (NTES)-এর ৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ।


যাত্রীরা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বাতিল ট্রেনের তালিকা এবং বিশদ বিবরণ দেখতে পারবেন।


বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছেঃ


ফেব্রুয়ারি ২ - ২২১৬৯ রানি কামালাপতি সাঁতরাগাছি এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৩ - ২২১৭০ সাঁতরাগাছি-রানি কামালাপতি এক্সপ্রেস এবং ২২৯০৯ ভালসাদ-পুরি এক্সপ্রেস 
ফেব্রুয়ারি ৫ - ২০৯৭১ উদয়পুর-শালিমার এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৬ - ২০৯৭২ শালিমার-উদয়পুর এক্সপ্রেস, ২২৯১০ পুরি-ভালসাদ এক্সপ্রেস এবং ২০৪৭১ বিকানের-পুরি এক্সপ্রেস
ফেব্রুয়ারি ১ থেকে ৮ - ১৮২৩৬ বিলাসপুর-ভোপাল এক্সপ্রেস এবং ১২৫৪৯ দুর্গ-জম্মু তাওয়াই এক্সপ্রেস
জানুয়ারি ৩১ থেকে ফেব্রুয়ারি ৭ - ১৮২৩৫ ভোপাল-বিলাসপুর এক্সপ্রেস
ফেব্রুয়ারি ১,৬ এবং ৮ - ১৮২০৩ দুর্গ-কানপুর এক্সপ্রেস
ফেব্রুয়ারি ২,৭ - ১৮২০৪ কানপুর-দুর্গ এক্সপ্রেস এবং ২২৮৬৮ নিজামুদ্দিন-দুর্গ এক্সপ্রেস
ফেব্রুয়ারি ২ থেকে ৪ - ১৮২০১ দুরগ-নাউতান্বা এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৪ থেকে ৬ - ১৮২০২ নাউতান্বা-দুর্গ এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৯ - ২০৪৭২ পুরি-বিকানের এক্সপ্রেস 
ফেব্রুয়ারি ৩ থেকে ১০ - ১২৫৫০ জম্মু তাওয়াই-দুর্গ এক্সপ্রেস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)