নিজস্ব প্রতিবেদন: দূরপাল্লার রেল যাত্রায় মহিলাদের জন্য একাধিক বিশেষ সুযোগ-সুবিধা দেয় আইআরসিটিসি (IRCTC)। কিন্তু আমাদের অনেকেই এই সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে অবগত নই। তাই সেই সমস্ত সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হই আমরা। আসুন IRCTC-র মহিলা কোটায় কী কী সুযোগ-সুবিধা পাওয়া জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) IRCTC-র মহিলা কোটায় একসঙ্গে সর্বাধিক ৬টি টিকিট কাটা যায়।


২) ‘ওয়েটিং লিস্ট’-এর থাকা যাত্রীদের মধ্যে থেকে আসন সুনিশ্চিত করার ক্ষেত্রে বর্তমানে মহিলা কোটার যাত্রীদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এর পর প্রবীণ নাগরিকদের এবং তারও পরে যদি আসন খালি থাকে সে ক্ষেত্রে সাধারণ যাত্রীদের আসন সুনিশ্চিত করা হয়।


৩) ২০১৮-এর IRCTC-র নির্দেশিকা অনুযায়ী, দূরপাল্লার ট্রেনের যাত্রী সংরক্ষণ তালিকা (রিজার্ভশন চার্ট) তৈরির সময় মহিলা কোটার আসন খালি থাকলে ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা মহিলা যাত্রীদেরই ওই আসনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।


আরও পড়ুন: বেবি পাউডার বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি! ফৌজদারি তদন্তের মুখে জনসন অ্যান্ড জনসন


৪) IRCTC-র মহিলা কোটায় শুধুমাত্র স্লিপার ক্লাসেরই টিকিট পাওয়া যাবে। এক সঙ্গেই পাওয়া যায় এই বার্থগুলি।


৫) IRCTC-র মহিলা কোটায় কোনও মহিলার সঙ্গে যদি ১২ বছর বা তার কম বয়সী ছেলে থাকে, তাহলে সে-ও এই কোটার সুবিধা পেতে পারে।