ওয়েব ডেস্ক: বিবর্তনের ধারা বেয়ে সমাজের পরিবর্তন, এ এক আদিম পক্রিয়া। বেঁচে থাকতে লড়াই করেছে মানুষ। লড়াই করতে হয়েছে প্রাণীদেরও। কখনও লড়াই হয়েছে সমতায়। আবার কখনও লড়াই ছিল অসম। বনের বন্যদের লড়াই সর্বদাই রোমহর্ষক। জলের দস্যু বনাম বনের রাজা। কুমির বনাম জাগুয়ার। বিজ্ঞান বলে কুমির একমাত্র ভল্লুকের থাবার কাছে হার মানে তাও সেটা যদি কুমিরকে উল্টে তাঁর পাঁজরে আঘাত করা যায়। আর কুমিরের ঢাল তাঁর পাথরসম চামড়া। শক্তি দাঁত। অন্যদিকে জাগুয়ার। দৌড়ে তাঁকে হারানো অসাধ্য। চোয়ালের জোরে মুখে জাপটে নিতে পারে অনেক প্রাণীকেই। কে জিতবে কুমির বনাম জাগুয়ারের লড়াইয়ে? দেখে নিন এমনই এক ভিডিও-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING