৬ জানুয়ারি, আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছি আমরা। জ্যোতির্বিজ্ঞানের মতো জ্যোতিষশাস্ত্রেও এই সূর্যগ্রহণের তাত্পর্য অপরিসীম। জ্যোতিষশাস্ত্র মতে, বিভিন্ন রাশিতে এই সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে। আসুন এ বার দেখে নেওয়া যাক রাশির বিচারে আসন্ন সূর্যগ্রহণের কী প্রভাব পড়তে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেষ ও বৃষ: অধ্যায়ন হোক বা চাকরি, ২০১৯ সালের শুরু থেকেই জীবনে অগ্রগতি আর উন্নতির মুখ দেখবে এই দুই রাশির জাতক-জাতিকারা। যে কোনও শুভ উদ্যোগেই সফল হবেন। কপালে প্রশংসা আর সম্মান জুটবে এই সূর্যগ্রহণের প্রভাবে।


মিথুন ও কর্কট: এই দুই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, যে কোনও শুভ উদ্যোগের যথাযথ ফলাফল পাওয়া যাবে এই সূর্যগ্রহণের প্রভাবে। এ বছর চাকরিতে পদোন্নতির মুখ দেখতে পারেন মিথুন ও কর্কট রাশির জাতক-জাতিকারা। কর্মসূত্রে বিদেশ যাত্রারও সুযোগ মিলতে পারে। তবে সাবধান, অহংকার মাথা চাড়া দিতে পারে।


সিংহ ও কন্যা: এই দুই রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থ এবং সুনাম অর্জনের একাধিক সুযোগ আসবে। প্রাথমিক ভাবে খানিকটা বাধাপ্রাপ্ত হলেও জীবনে নতুন প্রেম আসতে পারে। সিংহ ও কন্যা রাশির জাতক-জাতিকারা নিজেদের লক্ষ্য পূরণে সফল হবেন এই সূর্যগ্রহণের প্রভাবে।


তুলা ও বৃশ্চিক: এই সূর্যগ্রহণের প্রভাবে নিজের লক্ষ্যপূরণের বড় সুযোগ আসতে পারে যা তাদের ভাগ্য বদলে দিতে পারে এই দুই রাশির জাতক-জাতিকাদের জীবনে। তবে একাধিক সুযোগ হাতছাড়াও হতে পারে যা তাদের অবসাদের কারণ হয়ে দাঁড়াবে। তবে সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের কাজের যথাযথ স্বীকৃতি আর সম্মান পাবেন।


ধনু ও মকর: এই দুই রাশির জাতক-জাতিকারা এই সূর্যগ্রহণের প্রভাবে কিছুটা আর্থিক সমস্যায় পড়তে পারেন। তবে মকর রাশির জাতক জাতিকারা এই সময়ে ব্যাপক খ্যাতি, সম্মান পেতে চলেছেন। ধনু ও মকর রাশির জাতক-জাতিকারা এ বছর যে কোনও শুভ উদ্যোগেই সফল হবেন।


কুম্ভ ও মীন: এই দুই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণের প্রভাব অত্যন্ত শুভ। এই সময় জীবনে একাধিক শুভ পরিবর্তনের যোগ রয়েছে। কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকারা নিজের জন্য সময় বার করে স্বাচ্ছন্দে সময় কাটান।