সুদেষ্ণা পাল


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারী আজ বড়ই নির্যাতিতা। দেশ থেকে রাজ্য। দিল্লি থেকে তিলোত্তমা। নারীর সম্ভ্রম আজ বিপদসংকুল। নারী মানেই ভোগ্যপণ্য নয়। নারী মানেই কামুকের লালসাতৃপ্তি নয়। নির্যাতিতা নারীও জানে তাঁর অপমানের বদলা নিতে। বিপদে যদি একটা হাতও এগিয়ে না আসে, তাহলে  নারীকে একার শক্তিতেই বলীয়ান হতে হয়। নারীর সম্মান, নারীর অপমান, নারীর বেদনা, নারীর আনন্দ; সবকিছুর সঙ্গী নারী একাই।



নারীর এই সংজ্ঞাকেই আবার নতুন করে তুলে ধরল নৃত্যাঙ্গন। নৃত্যগোষ্ঠী নৃত্যাঙ্গনের প্রযোজনায় ও পরিচালনায় গতকাল উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল "কন্যা অম্বালিকা"। নাটকের সঙ্গে নৃত্যের এক অসাধারণ মেলবন্ধন। মূর্ত হয়ে উঠল নারীর লড়াই। ঘোমটা টানা গৃহবধূ থেকে আত্মসম্মান রক্ষায় রণংদেহী অবতারে নারীর উত্তরণ।


আরও পড়ুন, রহস্যভেদী কিরীটী স্টাইলে এলেন, জয় করলেন


দম ফাটা হাসিতে দর্শকরা উপভোগ করলেন "দুধ খেয়েছ ম্যাও"