নিজস্ব প্রতিবেদন: পুরনো চেয়ার-টেবিল, মোটরসাইকেল, গাড়ি এমনকি ফ্ল্যাট বা বাড়ি বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয় OLX-এ। কখনও কখনও কেউ ঠাট্টা করে পুরনো স্বামীকে OLX-এ বিক্রির বিজ্ঞাপন দেওয়ার কথাও বলেন। কিন্তু তাই বলে এখানে যুদ্ধ বিমান বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হবে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবিশ্বাস্য হলেও OLX-এ কারগিল যুদ্ধে ব্যবহৃত মিগ বিমান বিক্রির বিজ্ঞাপন দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। জানা গিয়েছে, ওই বিজ্ঞাপনে ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত MiG-23 বিক্রির কথা লেখা হয়েছিল OLX-এ। যে যুদ্ধ বিমানটির কথা এই বিজ্ঞাপনে বলা হয়েছে, সেটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে। ২০০৯ সালে এই বিমানটি ভারতীয় বায়ুসেনা পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞাপনে এই যুদ্ধ বিমানটির দাম ধার্য করা হয়েছে ৯ কোটি ৯৯ লক্ষ টাকা।


আরও পড়ুন: সন্দেহপ্রবন মানসিকতা বিপজ্জনক, কমিয়ে দিতে পারে আয়ু! দাবি সমীক্ষায়


এই বিজ্ঞাপন নিয়ে হইচই শুরু হতেই সেটি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় OLX। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোনও বিজ্ঞাপনই তাঁরা দেননি। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।