ওয়েব ডেস্ক। আজ সিদ্ধিদাতার পুজো। গণেশ পুজোর সময়ে রাখুন এই জিনিসগুলো। আপনার ভাগ্য ফিরবেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সনাতন ধর্ম অনুযায়ী,


মধু, ঘি, দুধ, দই, চিনি দিয়ে গণেশের জন্য পঞ্চামৃত অবশ্যই করুন।


গণেশ পুজো করার আগে অবশ্যই  তাঁকে স্নান করুন।


 স্নানের পর গণেশকে লাল, হলুদ কিংবা গেরুয়া রঙের পোশাক পরান।


ভালো পোশাকের পাশাপাশি গণেশকে সুন্দর অলংকার, মুকুট দিয়ে সাজান।


সনাতন ধর্ম অনুযায়ী, যেখানে গণেশ পুজো করবেন, সেখানে ভালো করে ধূপ ধুনো দিয়ে রাখুন।


গণেশের আরতি করার সময়ে মাটি, রুপো, তামার প্রদীপ ব্যবহার করুন।