নিজস্ব প্রতিবেদন: আজকাল ফ্ল্যাট-সংস্কৃতির নয়া প্রজন্ম রান্নাঘর নিয়ে বেশ সচেতন। তবে পাশাপাশি এ-ও ঠিক, রান্নাঘর নিয়ে সব ধরনের মানুষ সব সময়ে খুব সচেতন থাকেন না। কিন্তু বাস্তু বিশেষজ্ঞেরা বলেন, রান্নাঘর খুবই জরুরি একটা জায়গা। এখানে কী কী রাখা চলে আর কী কী রাখা চলে না, তার একটা সাধারণ গাইডলাইন আছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেমন, ভেঙে যাওয়া চিনামাটির কাপপ্লেট, বাসনপত্র ব্যবহার করা উচিৎ নয়। এমনকি সেগুলি রান্নাঘরে রাখাও অনুচিত ৷ এর জেরে নাকি আর্থিক টানাটানি হতে পারে ৷


বহু মানুষ আছেন যাঁরা রান্নঘরে ওষুধপত্র, ব্যান্ডেজ ইত্যাদি রাখেন। বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে ওষুধপত্র রাখা একেবারেই অনুচিত। মনে করা হয়, এর ফলে বাড়ির সকলেই রোগগ্রস্ত বা দুর্বল হয়ে যাবেন বা অন্তত তাঁরা নিজেদের তেমন ভাববেন ৷ 


রান্না ঘরে আয়না নৈব নৈব চ। বাড়ির সঠিক জায়গায় আয়না রাখলে বাড়তি শক্তি পাওয়া যায় বলে শোনা যায়। তবে রান্নাঘরে আয়না রাখলে সমস্যায় পড়তে হতে পারে ৷ বাড়তে পারে সাংসারিক অশান্তি। 


রান্না ঘরে এঁটো, অব্যবহৃত বা অনুপযোগী  বাসনপত্র রাখা ঠিক নয়। একমাত্র ধোওয়ামোছা বা পরিষ্কার বাসনপত্রই রান্নাঘরে রাখা উচিত। এতে রান্নাঘরে শুভ শক্তির প্রবাহ বয়ে যায় বলে মত বাস্তুবিদদের।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Zodiac: এই রাশির জাতকদের কোনও দিন টাকার অভাব হয় না; ২০২২ সালেও এদের অর্থভাগ্য তুঙ্গে