ওয়েব ডেস্ক: দেশ জুড়ে এখন গণেশ উত্‌সব চলছে। বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে নানারকম সমস্ত খাবার। নিজেদের পছন্দের পাশাপাশি ভগবান গণেশ যে সমস্ত খাবার খেতে পছন্দ করতেন, সেই সব খাবার তৈরি হচ্ছে। সারা দেশে তো বটেই, তবে বিশেষ করে মহারাষ্ট্রে এই উত্‌সব বিখ্যাত। দেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই সময়ে মহারাষ্ট্রে আসেন গণেশ উত্‌সব দেখতে। ১১ দিন ধরে চলে এই উত্‌সব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!


এবারের গণেশ চতুর্থী বা গণেশ উত্‌সবকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন একটি রেসিপি বানিয়ে ফেলুন। 'সাবুদানার বড়া'। তৈরি করাও খুব সোজা। আর গরম গরম খেতেও দারুন। কীভাবে বানাবেন? দেখে নিন নিচের ভিডিওতে।