ওয়েব ডেস্ক: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্ক। সাধারণ মানুষকে ‌বিনিয়োগে উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ‌মূলত ৫০ লক্ষ টাকার কম আমানতের উপরে সুদের হারে কাটছাঁট হয়েছে। এক নজরে দেখে নিন কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)
জুলাইয়ে প্রথম সেভিংস অ্যাকাউন্টে সুদ কমানোর সিদ্ধান্ত নেয় এসবিআই। এক কোটির কম আমানতে মিলবে ৩.৫ শতাংশ সুদ। ০.৫০ শতাংশ সুদ কমানো হয়েছে। প্রায় ৪২ কোটি গ্রাহক রয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কের লাভ হবে ২৫০০ কোটি টাকা।  
 
এইচডিএফসি  
১৭ অগাস্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা প‌র্যন্ত জমার উপরে সুদের হার কমিয়েছে এইচডিএফসি। সুদের হার কমিয়ে করা হয়েছে ৩.৫ শতাংশ। সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার উপরে ৪ শতাংশ হারেই সুদ পাবেন গ্রাহকরা। 


অ্যাক্সিস ব্যাঙ্ক 
গত ৮ অগাস্ট সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে ৩.৫ শতাংশ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। তবে ৫০ লক্ষ টাকার উপরে আমানত থাকলে, আগের মতোই ৪ শতাংশ সুদ মিলবে। 


ইয়েস ব্যাঙ্ক 


গত ১৬ অগাস্ট সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ১ শতাংশ কমিয়েছে ইয়েস ব্যাঙ্ক। ১ লক্ষ টাকার নীচে আমানতের উপরে ৫ শতাংশ সুদ দিচ্ছে তারা। আগে তা ছিল ৬ শতাংশ। ১ লক্ষ টাকার উপরে সেভিংস অ্যাকাউন্টে থাকলে অবশ্য ৬ শতাংশ হারেই সুদ পাবেন গ্রাহকরা। ১ কোটি টাকার উপরে জমা থাকলে পাওয়া ‌যাবে ৬.২৫ শতাংশ। আগে তা ছিল ৬.৫ শতাংশ। ১ সেপ্টেম্বর থেকে নতুন নির্দেশিকা কা‌র্যকর হবে বলে জানিয়েছে ইয়েস ব্যাঙ্ক। 


ব্যাঙ্ক অব বারোদা 
স্টেট ব্যাঙ্কের মতো ৫০ লক্ষ টাকা প‌র্যন্ত আমানতের উপরে সুদের হার কমিয়ে ৩.৫ শতাংশ করেছে ব্যাঙ্ক অব বারোদা। তার উপরে মিলবে ৪ শতাংশ সুদ। 


ইন্ডিয়ান ব্যাঙ্ক
স্টেট ব্যাঙ্কের পথেই ইন্ডিয়ান ব্যাঙ্কও সুদ কমিয়েছে। তারাও ৫০ লক্ষ টাকার নীচে ৩.৫ শতাংশ সুদ দিচ্ছে। তার উপরে থাকলে ৪ শতাংশ। 


আরও পড়ুন, রোজ মাত্র ৩০ টাকা বিনিয়োগ করে কোটপতি হ‌য়ে ‌যান