১৮ অগাস্ট, মঙ্গলবার কৌশিকী অমাবস্যা। তারাপীঠে প্রতি বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ নিশি পূজার আয়োজন করা হয়। মহাভোগ ও মহা রাজবেশে মায়ের এই পূজা অনুষ্ঠিত হয়। এই অমাবস্যাকে ‘তারা রাত্রি’ও বলা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোনা যায়, কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের নিচে তারা মায়ের অরাধনায় সাধক বামা ক্ষ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। সেই কারণে এই তারাপীঠকে ‘সিদ্ধিপীঠ’ও বলা হয়ে থাকে।


তবে এ বছর দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়েছে করোনা মহামারির কারণে। করোনা আতঙ্কের আবহে সংক্রমণ এড়াতে কৌশিকী অমাবস্যায় এ বছর দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। ভাইরাসের সংক্রমণ রুখতে ভক্ত সমাগম ঠেকাতে ১২ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ থাকবে।


আসুন এ বার জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে ২০২০ সালের (১৪২৭ সনের) কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি...


অমাবস্যা তিথি শুরু হয়েছে ১৮ অগাস্ট মঙ্গলবার সকাল ১০টা ৪১ মিনিট থেকে আর অমাবস্যা শেষ হবে ১৯ অগাস্ট বুধবার সকাল ৮টা ১২ মিনিটে।