West Bengal Lottery News 2024: কেটেছেন আজকের লটারির টিকিট? এক ক্লিকে দেখে নিন জিতলেন কত টাকা! রইল জেতার টিপসও...

Mon, 08 Jan 2024-6:23 pm,

Daily Lottery Update 2024: লটারি সম্পর্কে আরও সব রকম অনেক তথ্য জানার জন্য রোজ পড়ুন এই খবর।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গ এবং বাইরে রাজ্যের প্রচুর মানুষ তাদের ভাগ্য যাচাইয়ের জন্য ডিয়ার লটারি কেটে তাদের ভাগ্য নির্ধারণ করে। আপনিও কী রোজ লটারির টিকিট কাটেন? ডিয়ার লটারির (DEAR LOTTERY RESULTS) আজকের টিকিট কেটেছেন? তাহলে নিশ্চয় এর ফলাফল জানতে চান। এখানে আপনি  লটারির ফলাফল দেখতে পারেন। এখানে NAGALAND STATE LOTTERY সব খবর পাবেন প্রতিদিন। এছাড়াও লটারি সম্পর্কে আরও সব রকম অনেক তথ্য জানার জন্য রোজ পড়ুন এই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


সতর্কীকরণ: জি ২৪ ঘণ্টা কোনওভাবেই লটারি বা এই ধরনের ভাগ্য নির্ণয়কারী অর্থ সম্পর্কিত লেনদেন প্রোৎসাহিত করেনা। যিনি খেলবেন তিনি নিজের দায়িত্বে ভাগ্য নির্ধারণ করবেন। এই প্রতিবেদনটি সম্পূর্ণই কিছু ব্যাক্তি গোষ্ঠীর পছন্দ ও ব্যবসায়িক শৈলীর উপর ফোকাসড। এই ব্যাপারে জি ২৪ ঘণ্টা ডিজিটালের সম্পাদকীয় কোনও দায়ভার নেই। 


Latest Updates

  • আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে ডিয়ার লটারি পশ্চিমবঙ্গ। এখানে রোজই বহু মানুষ লটারি কেনেন। কেউ হন লাখপতি কেউ বা কোটিপতি। যারা লটারি কাটেন তাঁরা অনলাইনে ফলাফল (Lottery Sambad Result) দেখতে পারেন। আজ ৭ জানুয়ারি (January 7) বৃহস্পতিবারের লটারি সংবাদের ফলাফল দেখে নিন অনলাইনে lotterysambadresult.in-এ। আর লাভলক্ষ্মী লটারি সংবাদ রেজাল্ট লাইভ দেখুন এখানে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link