আপনি কি ক্রসওয়ার্ড পাজল সলভ করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য সুখবর
ওয়েব ডেস্ক: অনেক ব্যক্তিরই ক্রসওয়ার্ড পাজল সলভ করার নেশা থাকে। যেখানে ক্রসওয়ার্ড পাজল দেখেন, তাই সলভ করতে গেলে পড়েন। আপনারও কি এমন নেশা রয়েছে? তাহলে আপনার জন্য সুখবর। আপনি বিরল একটি গুণের অধিকারী।
তথ্য অনুযায়ী, যাঁরা নিয়মিত ক্রসওয়ার্ড পাজল সলভ করেন, তাঁদের মস্তিষ্ক বাকিদের তুলনায় বেশি সক্রিয়। ক্রসওয়ার্ড পাজল সলভ করলে মস্তিষ্ক ধারালো হয়। অর্থাত্ বুদ্ধি বাড়ে।
লন্ডনের ইউনিভার্সিটি অফ ইক্সেটার এবং কিংস কলেজের বিজ্ঞানীরা ১৭ হাজার ৫০ বছর এবং তার ঊর্ধ্বের ব্যক্তিদের উপর একটি সমীক্ষা করেন। ওই ব্যক্তিদের কাজ দেওয়া হয়েছিল যে, কে কত তাড়াতাড়ি ক্রসওয়ার্ড পাজল সলভ করতে পারেন। সমীক্ষায় দেখা যায়, যাঁরা নিয়মিত ক্রসওয়ার্ড পাজল সলভ করে থাকেন, তাঁরা কাজটি অতি দ্রুত শেষ করেন। দেখা যায়, তাঁদের মস্তিষ্কও অন্যদের তুলনায় অত্যন্ত সচল। খুব অল্প সময়েই তাঁরা মস্তিষ্কের বিভিন্ন কাজ করে ফেলেন।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, বয়সকালে স্মৃতিভ্রংশের মতো সমস্যা দূর করতে এই ধরণের ক্রসওয়ার্ড পাজল সলভ করা খুবই উপকারী। এর ফলে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে।