`বিয়ের আগে ডাক্তারি পরীক্ষা?` প্রেমিক-প্রেমিকার কথোপকথন শুনে নিন
বেশ অনেকদিন ধরেই প্রেমপর্ব চলছিল। এবার বিয়ের পালা। দু`বাড়িতে কথাবার্তা এগোতেই প্রেমিকের কাছে প্রস্তাবটি পাড়েন প্রেমিকা। বেশ কিছুটা দ্বিধা, ইতস্তত ভাব। সবকিছু সরিয়ে রেখে সাহস করে সে কথাটা বলে ফেলে প্রেমিককে। যতই প্রেম থাকুক, বিয়ের আগে বেশকিছু ডাক্তারি পরীক্ষা করাতে হবে। আর একথা শোনামাত্রই ছেলেটির মাথায় যেন `আকাশ ভেঙে` পড়ে। এটা কী বলছে তাঁর প্রেমিকা? মেডিক্যাল টেস্ট?
ওয়েব ডেস্ক : বেশ অনেকদিন ধরেই প্রেমপর্ব চলছিল। এবার বিয়ের পালা। দু'বাড়িতে কথাবার্তা এগোতেই প্রেমিকের কাছে প্রস্তাবটি পাড়েন প্রেমিকা। বেশ কিছুটা দ্বিধা, ইতস্তত ভাব। সবকিছু সরিয়ে রেখে সাহস করে সে কথাটা বলে ফেলে প্রেমিককে। যতই প্রেম থাকুক, বিয়ের আগে বেশকিছু ডাক্তারি পরীক্ষা করাতে হবে। আর একথা শোনামাত্রই ছেলেটির মাথায় যেন 'আকাশ ভেঙে' পড়ে। এটা কী বলছে তাঁর প্রেমিকা? মেডিক্যাল টেস্ট?
সনাতন ভারতীয় সমাজে বিয়ে মানে শুধুমাত্র দুটো ব্যক্তির মধ্যে জোড় বাঁধা নয়। দুটো ব্যক্তিকে উপলক্ষ করে জোড় বাঁধে দুটো পরিবারও। আর বিয়ের সেই আচার অনুষ্ঠান, জাঁকজমকের মধ্যে অনেকেই ভুলে যায় পরবর্তী দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ দিকটি। সেটা উপেক্ষাই থেকে যায় অনেকসময়। সম্পর্ক মানেই যে রোগের 'ছাড়পত্র' নয়, বিয়ের ঝোঁকে সেটা অনেকেরই মনে থাকে না। AIDS হোক বা থ্যালাসেমিয়া, এরফলে যে ভবিষ্যত্ প্রজন্মের জীবনে অন্ধকার নেমে আসতে পারে, খেয়াল থাকে না সেটাও। অসীমা থিয়েটার গ্রুপের তৈরি এই ভিডিওটি সেই অন্ধকার দিকটিতেই আঘাত করে। দেখুন সেই ভিডিওটি,